তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া থেকে কলকাতা ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন। গত এক সপ্তাহ বাঁকুড়ায় রাজনৈতিক কাজের জন্যই ছিলেন তিনি। বৃহস্পতিবার ফিরছিলেন কলকাতায়। সকাল শোয়া ৬টা নাগাদ পিছন থেকে তাঁর গাড়িতে ধাক্কা দেয় একটি ১২ চাকার লরি। গাড়িটির একাংশ দুমড়ে যায়। হাতে চোট পান সায়ন্তিকা। গাড়িতে থাকা আরও কয়েকজনেরও চোট লাগে। তবে বড় কোনও ক্ষতি হয়নি। লরির চালককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পর কলকাতায় ফেরার পরিকল্পনা বাতিল করেন সায়ন্তিকা। সুস্থ বোধ করলে তবেই কয়েকদিন পর ফিরতে পারেন শহরে।