১৬ নভেম্বর থেকে খুলে যাচ্ছে রাজ্যের স্কুল। সেই মতো ইতিমধ্যেই সব স্কুল স্যানিটাইজ করার কাজ শুরু হয়ে গিয়েছে। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাসই শুরু করা সম্ভব হচ্ছে। তবে সেই ক্লাস শুরু করতেও মানতে হবে বিধি-নিষেধ। মধ্যশিক্ষা পর্ষদ সব স্কুলের জন্য সেই নির্দেশিকা জারি করেছে ইতিমধ্যেই। সোশ্যাল ডিস্ট্যান্সিং, মাস্ক, স্যানিটাইজেশন মাস্ট। স্কুলে পৌঁছতে হবে সময়ের আধঘণ্টা আগে। প্রতি সেকশনকে ভেঙে ছাত্র-ছাত্রীর সংখ্যা অনুযায়ী ২ থেকে ৩টি ক্লাস ঘরে বসাতে হবে। একটি বেঞ্চে একজনই থাকবে। জিকজ্যাক পদ্ধতিতে বসানো হবে। নবম ও একাদশ শ্রেণির ক্লাসের সময় রাখা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে তিনটে এবং দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস হবে সকাল ১১টা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত।