এক সঙ্গে একই দিনে শহরের রাস্তার দখল নিল সব রাজনৈতিক দল। কে নেই সেই তালিকায়? কোথাও তৃণমূল তো কোথাও বাম আবার কোথাও বিজেপি। ভিন্ন ভিন্ন কর্মসূচিতে জমজমাট শহরের রাস্তা। ধর্মতলায় শহিদ মিনারে যখন সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে তার থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই ৩০ ঘণ্টার ধর্ণায় বসেছেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার অভিষেকের সভা মঞ্চের কয়েকহাতের মধ্যেই রয়েছে ডিএ-র দাবিতে আন্দোলনকারীরা। এখানেই শেষ নয়, শ্যামবাজারের পাঁচ মাথা মোরে বিক্ষোভ সমাবেশ করছেন বিজেপির সব বড় বড় মাথারা। সেখানে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা রয়েছেন। একই দিনে রামলীলা ময়দান থেকে মিছিল শুরু করেছেন বাম নেতারা। সেই মিছিলে রয়েছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্রর মতো প্রবীন নেতারা। পিছিয়ে নেই কংগ্রেসও। তারাও নেমেছে রাস্তায়।