হাতের তালুতে সুইসাইড নোট মহিলা ডাক্তারের

বৃহস্পতিবার রাতে মহারাষ্ট্রের সাতারার একটি জেলা হাসপাতালে এক মহিলা ডাক্তারের আত্মহত্যার ঘটনা ঘটে। যাঁর বাঁ হাতের তালুতে লেখা ছিল সুইসাইট নোট। যেখানে তিনি এসআই গোপাল বাদনের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন এবং বলেছেন যে তার ক্রমাগত নির্যাতন তাঁকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। এই ঘটনার পর বাদনেকে আপাতত বরখাস্ত করা হয়েছে। চিরকুটে, তিনি তাঁর বাড়িওয়ালার ছেলে প্রশান্ত বাঙ্কারের বিরুদ্ধেও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন। “পুলিশ পরিদর্শক গোপাল বাদনেই আমার মৃত্যুর কারণ। তিনি আমাকে চারবার ধর্ষণ করেছে। তিনি পাঁচ মাসেরও বেশি সময় ধরে আমাকে ধর্ষণ, মানসিক ও শারীরিক নির্যাতন করেছে,” সুইসাইড নোটে লেখা হয়েছে। ফালতান উপ-জেলা হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ওই চিকিৎসক ১৯ জুন ফালতানের উপ-বিভাগীয় কার্যালয়ের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি)-কে লেখা একটি চিঠিতে একই অভিযোগ তুলেছিলেন।