এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দেখা যাবে লারা ম্যাজিক। তবে কোচ হিসেবে। আইপিএল ফ্র্যাঞ্চাইজি শনিবার জানিয়ে দিল তারা সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ হিসেবে বেছে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ তারকা ব্রায়ান লারাকে। গত বছর হায়দরাবাদের কোচ ছিলেন টম মুডি। মরসুম শেষ হওয়ার পর তাঁর সঙ্গে আর নতুন করে চুক্তি করেনি ফ্র্যাঞ্চাইজি। গতবার পয়েন্ট টেবলে অষ্টম স্থানে শেষ করেছিল দল। তাই আর মুজির উপর ভরসা রাখতে পারেনি তারা। গত বছর থেকেই এই দলের সঙ্গে ছিলেন লারা। গত বছর তাঁকে দেখা গিয়েছিল দলের স্ট্র্যাটেজিক উপদেষ্টা হিসেবে। দলের তরফে টুইট করে জানানো হয়ে, ‘‘ক্রিকেট লিজেন্ড ব্রায়ান লারা আইপিএলে আমাদের হেড কোচ হচ্ছেন।’’