খবর আগেই পৌঁছে গিয়েছিল পরিবারের কাছে। দিনগোনা ছিল শেষ দেখা দেখার। তবে এটা নিশ্চিত ছিল না সেটাও সম্ভব হবে কিনা দুর্গম পাহাড় থেকে তাঁদের দেহ নামিয়ে আনাটা কঠিন ছিল। কিন্তু ৬ দিন পর বারাকপুর ও বেলঘরিয়ায় ফিরলেন ভাস্কর দেব মুখোপাধ্যায় ও সন্দীপ কুমার ঠাকুরতা, তবে কফিনবন্দি হয়ে। ১১ সেপ্টেম্বর বারাসতের মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনের সঙ্গে ২৬ দিনের সফরে হিমাচলে রওনা দিয়েছিলেন দু’জনেই। মানালি হয়ে বাতাল পৌঁছে শুরু করেন ট্রেকিং। খামেঙ্গার দিকেই যাচ্ছিলেন। ১৭ হাজার ফুট উচ্চতায় খামেঙ্গা হিমবাহের কাছে উচ্চতাজনিত কারণেই অসুস্থ হয়ে মৃত্যু হয় দু’জনের। আইটিবিপি, সেনা ও ডোগরা স্কাউটের ৩২ সদস্যে দল গঠন করা হয়েছিল তাঁদের উদ্ধার কাজে।