হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু শেফালি জারিওয়া‌লার

শুক্রবার গভীর রাতে অভিনেত্রী শেফালি জারিওয়ালা তাঁর মুম্বইয়ের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর স্বামী পরাগ ত্যাগী তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং শনিবার সকাল ১১টার মধ্যে ফলাফল জানা যাবে বলে আশা করা হচ্ছে। হাসপাতালের বাইরে পরাগকে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে। পরিবার এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। শেফালি প্রথমে ২০০২ সালের মিউজিক ভিডিও “কাঁটা লাগা” দিয়ে খ্যাতি অর্জন করেন, যা ব্যাপক জনপ্রিয়তা পায়। পরে তিনি অক্ষয় কুমার এবং সলমন খানের সঙ্গে “মুঝসে শাদি কারোগি” ছবিতে অভিনয় করেন। পরবর্তী বছরগুলিতে, তিনি টেলিভিশনে পা রাখেন, তার স্বামী পরাগ ত্যাগীর সঙ্গে ডান্স রিয়েলিটি শো “নাচ বালিয়ে” তে অংশগ্রহণ করেন এবং পরে “বিগ বস ১৩”তেও তাঁকে দেখা গিয়েছিল।