ভারত থেকে প্রায় প্রতিবছরই আমেরিকায় পাড়ি দেন প্রচুর মানুষ। কেউ উচ্চ শিক্ষার জন্য আবার কেউ চাকরীর সূত্রে। মাঝে বেশ সমস্যায় ফেলেছিল আমেরিকার ভারতীয়দের জন্য ভিসার নিয়ম। তবে নতুন করে সুখবর পাওয়া গেল। চলতি বছরে ভারতীয়দের জন্য ১০ লক্ষ ভিসা আবেদন গ্রাহ্য করবে আমেরিকা। পড়ুয়া তো ভিসা পাবেনই সঙ্গে এইচ ওয়ান বি, বি ওয়ান, বি টু ও এল ভিসাও প্রদান করা হবে। তাই ছাত্র-ছাত্রী থেকে চাকরীজীবী সকলেই উপকৃত হবেন। সবার আগে নজর দেওয়া হচ্ছে এডুকেশন ভিসার দিকেই।