কিংবদন্তি ম্যারাথন রানার ফৌজা সিংয়ের দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় ৩০ বছর বয়সী এক অনাবাসী ভারতীয় (এনআরআই) ব্যক্তিকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ। ১১৪ বছর বয়সী এই অ্যাথলিটের মৃত্যুর ঘটনার ৩০ ঘন্টার মধ্যেই অমৃতপাল সিং ধিলোঁর গ্রেফতার এবং এর সঙ্গে জড়িত ফরচুনার এসইউভি উদ্ধার করা হয়েছে। জলন্ধরের করতারপুরের দাসুপুর গ্রামের বাসিন্দা ধিলোঁকে মঙ্গলবার রাতে হেফাজতে নেওয়া হয় এবং বর্তমানে ভোগপুর থানায় জিজ্ঞাসাবাদ চলছে। আজ তাকে আদালতে হাজির করা হবে বলে আশা করা হচ্ছে এবং তাকে পুলিশ রিমান্ডে নেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধিলোঁ তার জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গিয়েছে। তিনি জানিয়েছেন যে তিনি তার ফোন বিক্রি করে ফিরছিলেন, ঠিক সেই সময় বিয়াস পিন্ডের কাছে তার গাড়ি একজন বৃদ্ধকে ধাক্কা দেয়। তিনি স্বীকার করে বলেন, ‘‘আমি খবরে দেখি, আমি ফৌজা সিংকে ধাক্কা দিয়েছি।’’