২০২৬ পর্যন্ত থাকছেন স্কালোনি

বিশ্বকাপ জয়ের পুরস্কার পেলেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি। নতুন চুক্তিতে তাঁকেই দেখা যাবে ২০২৬ বিশ্বকাপে দলের কোচিংয়ের দায়িত্বে।  সোমবারই আর্জেন্তিনা ফুটবল ফেডারেশন এই ঘোষণা করেছে। ২০১৮ থেকে মেসিদের দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি। তাঁর হাত ধরেই দীর্ঘধিনের অধরা স্বপ্ন পূরণ হয়েছে আর্জেন্তিনার। ৪৪ বছরের স্কালোনি এর আগে ২০২১-এ আর্জেন্তিনাকে কোপা আমেরিকা জিতিয়েছিলেন। যেটা ছিল ১৯৯৩-এর পর আর্জেন্তিনার প্রথম আন্তর্জাতিক ট্রফি। এখনও পর্যন্ত স্কালোনির কোচিংয়ে ৩৬টি ম্যাচ খেলেছে আর্জেন্তিনা।