৬০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে শাকিব আল হাসানের ১৪ বছরের রেকর্ড ভেঙে দিলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় একদিনের ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ইনিংসের শেষ বলে এই কৃতিত্ব অর্জন করেন মুশফিকুর। শাকিবের ছিল ৬৩ বলে সেঞ্চুরি। ২০০৯-এ জিম্বাবোয়ের বিরুদ্ধে বুলাওয়োতে এই রেকর্ড করেছিলেন তিনি। এটিই ছিল কোনও বাংলাদেশের প্লেয়ারের দ্রুততম সেঞ্চুরি। ছ’নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। তখন ৩৪ ওভারের খেলা চলছিল। ১০০ রানে অপরাজিত থাকেন এই উইকেট কিপার-ব্যাটসম্যান। এর সঙ্গেই একদিনের ক্রিকেটে সাত হাজার রান করে ফেললেন তিনি। তামিম ইকবাল আর শাকিবের পর তিনিই তৃতীয়।