মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক ভারতীয় বংশোদ্ভূত ক্যাব চালকের বিরুদ্ধে একজন অচেতন যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভেঞ্চুরা কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, ৩৫ বছর বয়সী সিমরনজিৎ সিংকে ২১ বছর বয়সী সেখোনকে এক প্রাপ্তবয়স্ক মহিলাকে যৌন নির্যাতনের ঘটনা তদন্তের পর গ্রেফতার করা হয়েছে। কামারিলো শহরে একটি হামলার অভিযোগ পাওয়ার পর মেজর ক্রাইমস সেক্সুয়াল অ্যাসল্ট ইউনিট নভেম্বর ২০২৫-এ সেখোনের বিরুদ্ধে তদন্ত শুরু করে। গোয়েন্দারা মনে করেন, বেকার্সফিল্ডের বাসিন্দা সেখোনের আরও কিছু এমন কর্মকান্ড থাকতে পারে, যাদের ঘটনা এখনও রিপোর্ট করা হয়নি। জানা গিয়েছে, ২৭ নভেম্বর রাত প্রায় ১টায় সেখোন থাউজেন্ড ওকসের একটি বার থেকে নির্যাতিতাকে তোলেন এবং তাকে কামারিলোর বাড়িতে পৌঁছে দেওয়ার কথা ছিল। ফক্স ১১ নিউজের একটি প্রতিবেদন অনুসারে, পুলিশ জানিয়েছে, “ওই মহিলা মদ্যপ ছিলেন এবং নিজের খেয়াল রাখার মতো অবস্থায় ছিলেন না।” যাত্রাপথে ওই তরুণী ঘুমিয়ে পড়েন। যদিও রাইডটি সম্পন্ন হয়েছে বলে দেখানো হয়, তদন্তকারীরা বলেছেন যে সেখোন “অচেতন মহিলাকে কামারিলোর আশেপাশে ঘোরাতে থাকেন এবং তাকে যৌন নির্যাতন করেন।”