আজ সকালে অন্ধ্রপ্রদেশের আল্লুরি জেলায় পাহাড়ি এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনায় ৯ জনের মৃত্যু এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। তুলাসিপাকালু গ্রামের কাছে এই ঘটনা ঘটে। জেলা কালেক্টরের মতে, বাসটিতে ৩৫ জন যাত্রী, দুই চালক এবং একজন ক্লিনার ছিলেন। “৯ জনের মৃত্যু হয়েছে। সাতজনকে ঘটনাস্থল থেকে ১৫ কিলোমিটার দূরে চিন্তুরের সিএইচসি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে। স্থিতিশীল হওয়ার পর, আমরা আহতদের ভদ্রাচলমে স্থানান্তরিত করব,” কালেক্টর বলেন। বনাঞ্চলীয় ঘাটে একটি তীব্র বাঁক নেওয়ার সময় গাড়িটি রাস্তা থেকে উল্টে যায় বলে জানা গিয়েছে, যার ফলে এটি একটি খাড়া ঢাল বেয়ে নিচে পড়ে যায়।