অসমে পাঁচটি পঞ্চায়েত আসনে জয়লাভ করেছে তৃণমূল। অসমের পঞ্চায়েত নির্বাচনে দলের পক্ষ থেকে মোট ২৮ জন জেলা পরিষদ এবং ৪৪ জন আঞ্চলিক পঞ্চায়েতে প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল। রাজ্যজুড়ে মোট পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েতে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। তাৎপর্যপূর্ণভাবে, এর মধ্যে দু’টি গুরুত্বপূর্ণ আসন কামরূপ জেলার। যাঁদের মধ্যে একজন মহিলা প্রার্থীও রয়েছেন যিনি কাছাড় গোবিন্দপুর-আলগাপুর আসনে জয়ী হয়েছেন। জয়ী প্রার্থীরা হলেন কামরূপের আচলপাড়ায় মহম্মদ সফিকুল ইসলাম, দামপুরে বদর আলি শইকিয়া, দরংয়ের বান্দিয়ায় আক্কাস আলি, শ্রীভূমির বিনোদিনীতে ফয়েজ আহমেদ। এই সাফল্যের জন্য অসম তৃণমূলকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।