অসম সিভিল সার্ভিস অফিসারের থেকে প্রচুর সম্পত্তি উদ্ধার

সোমবার আসাম সিভিল সার্ভিসের (এসিএস) এক মহিলা কর্মকর্তাকে তাঁর আয়ের তুলনায় অতিরিক্ত সম্পত্তি রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বিশেষ নজরদারি সেলের কর্মকর্তাদের একটি দল গুয়াহাটিতে তাঁর বাসভবন থেকে ৯২ লক্ষ টাকা নগদ এবং ১ কোটি টাকার গয়না উদ্ধার করেছে। বরপেটায় তাঁর ভাড়া বাড়ি থেকে আরও ১০ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে, যেখানে তল্লাশি অভিযান চলছে। নূপুর বোরা নামে ওই অফিসার কামরূপ জেলার গোরোইমারিতে সার্কেল অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন। গোলাঘাটের বাসিন্দা বোরা ২০১৯ সালে চাকরিতে যোগ দিয়েছিলেন।