অস্বাভাবিক মৃত্যু দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুর ছেলের

রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, তাঁর একমাসও পূর্ণ হয়নি, তার মধ্যেই ভয়ঙ্কর দুঃসংবাদ এল মঙ্গলবার সকালে। দিলীপ ঘোষ অবিবাহিত হলেও রিঙ্কুর এটি ছিল দ্বিতীয় বিবাহ। সেই প্রথম পক্ষের একমাত্র সন্তান সৃঞ্জয় দাশগুপ্তকে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁর ফ্ল্যাটে। তিনি আইটি-তেই চাকরি করতেন। দুই বন্ধুর সঙ্গে থাকতেন নিউটাউনের একটি ফ্ল্যাটে।জানা গিয়েছে রাতে বন্ধুর পাশেই শুয়েছিলেন। ভোরের দিকে গোঙানির শব্দ পেয়ে তিনিই সবাইকে খবর দেন। তাঁকে নিয়ে যাওয়া হয় বিধাননগর সেবা হাসপাতালে। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার দুপুরে ওই যুবকের দেহ নিয়ে যাওয়া হয় আরজি কর মেডিক্যাল কলেজে। সেখানেই ময়নাতদন্ত হচ্ছে। ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর আসল কারণ।