অ্যাম্বুলেন্সের মধ্যেই গণধর্ষণ সংজ্ঞাহীন মহিলাকে

বিহারের গয়া জেলায় হোমগার্ড নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণকারী ২৬ বছর বয়সী এক মহিলাকে চলন্ত অ্যাম্বুলেন্সে গণধর্ষণের অভিযোগ উঠেছে, যখন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। শারীরিক পরীক্ষার সময় তিনি অজ্ঞান হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হচ্ছিল। ২৪ জুলাই বুদ্ধগয়ার বিহার মিলিটারি পুলিশ মাঠে হোমগার্ড নিয়োগ অনুশীলনের সময় এই ঘটনা ঘটে বলে অভিযোগ। পুলিশের মতে, নিয়োগের জন্য প্রয়োজনীয় পদ্ধতির অংশ হিসেবে শারীরিক সহনশীলতা পরীক্ষা করার সময় সেই মহিলা অজ্ঞান হয়ে পড়েন। আয়োজকরা ঘটনাস্থলে থাকা একটি অ্যাম্বুলেন্সে করে তাঁকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। মহিলার অভিযোগ, অজ্ঞান অবস্থায় অ্যাম্বুলেন্সের ভেতরে একাধিক ব্যক্তি তাঁকে ধর্ষণ করেছে। তাঁর বক্তব্যের পর, বুদ্ধ গয়া থানায় একটি এফআইআর দায়ের করা হয়।