আবহাওয়া খারাপ, সিকিম যেতে পারলেন না মোদী

ভারতে অন্তর্ভুক্তির ৫০ বছর পালন করছে সিকিম। প্রধানমন্ত্রীর সিকিম ভ্রমণেই মবল কারণ ছিল এটিই। তার সঙ্গে বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন, অটলবিহারী বাজপেয়ীর মূর্তি উন্মোচনসহ একগুচ্ছ পরিকল্পনা ছিল। বৃহস্পতিবার বাগডোগরা পৌঁছে সেখান থেকেই সরাসরি হেলিকপ্টারে সিকিম উড়ে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় সেটা সম্ভব হল না। তবে তিনি জানিয়েছেন, আবার সিকিম যাবেন তিনি। এদিন সকালেই উত্তরবঙ্গে পৌঁছন মোদী। সিকিমে ছিল বেশ কিছু কর্মসূচি, যা তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমেই সারতে বাধ্য হন। সেই কাজ শেষে তিনি হেলিকপ্টারে পৌঁছন আলিপুরদুয়ারে। এখানেও রয়েছে বেশ কিছু কর্মসূচি। তার মধ্যে রয়েছে সরকারি প্রকল্পের শিলান্যাসও।