আবার উত্তরাখণ্ডে মেঘভাঙার ঘটনায় ব্যাপক ক্ষতির সম্ভাবনা

শুক্রবার রাতে উত্তরাখণ্ডের চামোলি জেলায় মেঘ ভাঙার ফলে ঘরবাড়ি ভেঙে পড়ার পর অনেক মানুষ নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তাদের মতে, থারালি বাজার এলাকা এবং থারালি তহসিল কমপ্লেক্স ধ্বংসস্তূপে ঢেকে গিয়েছে। সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম)-এর সরকারি বাসভবন, দোকানপাট এবং যানবাহন-সহ অনেক আবাসিক এলাকাও এর নিচে চাপা পড়ে গিয়েছে। কাছের সাগওয়ারা গ্রামে, একটি ভবনের ভেতরে ধ্বংসস্তূপের নিচে একটি মেয়ে চাপা পড়ে আছে বলে জানা গিয়েছে, যার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয়রা তাদের বাড়িঘর থেকে বেরিয়ে এসেছেন এবং উদ্ধার অভিযান চলছে। চেপডন বাজার এলাকার কিছু দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপ এবং ভারী বৃষ্টিপাতের কারণে থারালি-গোয়ালদাম সড়ক এবং থারালি-সাগওয়ারা সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। গত রাত থেকে এনডিআরএফ এবং এসডিআরএফ-এর দল উদ্ধারকাজে নেমেছে।