আবার ধসে বিধ্বস্ত ১০ নম্বর জাতীয় সরক

রাস্তা পরিষ্কার হচ্ছে, কোনও রকমে ঠিক হচ্ছে আবার ধসে সব নষ্ট হয়ে যাচ্ছে। এমনটাই চলছে উত্তরবঙ্গ ও সিকিমের পাহাড়ি পথে। প্রবল বৃষ্টি তো চলছেই গোটা বাংলা জুড়ে তার প্রভাব খুব বেশি পরিমাণে পড়ছে পাহাড়ে। বৃহস্পতিবার আবারও ধস নেমে বন্ধ হল ১০ নম্বর জাতীয় সরক। যার ফলে বিচ্ছিন্ন হয়ে গেল দার্জিলিং-সিমিক যোগাযোগ। এদিন ধস নেমেছে সেবকের কাছে বাগপুলে। যদিও ওই পুরো চত্তরটাই ধসপ্রবন। এর আগে ধস নেমেছিল ২৯ মাইলের কাছে। সেবক-রংপো রেল প্রকল্পে ধসে মৃত্যুও হয়েছিল এক শ্রমিকের। দু’দিন কম হওয়ার পর বুধবার রাত থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। যার ফলেই নতুন করে ধসের ঘটনা ঘটেছে।