বিমান অপহরণের ফোনে চাঞ্চল্য দমদমে

বুধবার সন্ধে পৌনে সাতটা নাগাজ ফোনটা আসে এয়ার ইন্ডিয়ার অফিসে। নিজের নাম বলেন প্রশান্ত বিশ্বাস। ফোন করে তিনি বিমান অপহরণের হুমকি দেন। সঙ্গে সঙ্গে বাড়িয়ে দেওয়া হয় নিরাপত্তা। শুরু হয় তল্লাশি। বিশেষ করে তল্লাশি শুরু হয় সব ক’টি এয়ার ইন্ডিয়ার বিমানে। যেগুলি সেই মুহূর্তে কলকাতা বিমান বন্দর থেকে ছাড়ার কথা। কিন্তু কোথাও কিছু সন্দেহজনক পাওয়া যায়নি। পিছিয়ে যায় বিমান ছাড়ার সময়। এর পর ফোন নম্বরের সূত্র ধরে সেই ব্যক্তিকে খুঁজে বের করে পুলিশ। জানা যায় তিনি বনগাঁয় থাকেন। সেখানকার থানার সঙ্গে যোগাযোগ করা হলে সেই ব্যক্তির বাড়ি পৌঁছয় পুলিশ। প্রাথমিকভাবে তাদের ধারণা ব্যক্তি মানসিক ভারসাম্যহীন এবং আফগানিস্তানের পরিস্থিতির খবরের প্রভাব পড়েছে তাঁর উপর।