আবার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

আবার ভূমিকম্পে কেঁপে উঠল তুরষ্ক ও সিরিয়া। সোমবার দুই দেশের সীমান্ত এলাকায় কম্পন অনুভূত হয়। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানিয়েছে, সোমবার তুরস্ক-সিরিয়া সীমান্ত অঞ্চলে দুই কিমি (১.২ মাইল) গভীরে এই কম্পনের উৎসস্থল। এদিন কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৩। দু’সপ্তাহ আগে বিধ্বংসী ভূমিকম্পে ধ্বংস হয়ে গিয়েছে তুরস্কের বিশাল অঞ্চল। উদ্ধার কাজ এখনও চলছে। তাঁর মধ্যেই আবার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক ও সিরিয়া। তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।