আবার সেনা জওয়ানের আত্মহত্যা

সোমবার ছত্তিশগড় সশস্ত্র বাহিনীর (সিএএফ) এক কর্মী কোন্ডাগাঁও জেলায় তাঁর সার্ভিস রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। কোন্ডাগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার কৌশলেন্দ্র দেব প্যাটেল জানিয়েছেন, রবিবার রাতে বায়ানার গ্রামে সিএএফের দ্বিতীয় ব্যাটালিয়নের ক্যাম্পে এই ঘটনা ঘটে। তিনি বলেন, প্লাটুন কমান্ডার দীনেশ সিং চান্দেল ক্যাম্পে তাঁর ঘরের ভেতরে তাঁর একে-৪৭ রাইফেল দিয়ে নিজেকে গুলি করেন। গুলির শব্দ শুনে তাঁর সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।

যদিও চূড়ান্ত পদক্ষেপের সঠিক কারণ এখনও নিশ্চিত করে জানা যায়নি, প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক সমস্যার কারণে চান্দেল আত্মহত্যা করেছেন। চান্দেল দুর্গ জেলার ভিলাইয়ের বাসিন্দা ছিলেন এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হচ্ছে, প্যাটেল আরও জানান। এর আগে ৩০ জুলাই, বিজাপুর জেলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) এক কনস্টেবল তাঁর সার্ভিস রাইফেল দিয়ে আত্মহত্যা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে ২০২৫ সালের ১৫ জুনের মধ্যে রাজ্যে ১৭৭ জন নিরাপত্তা কর্মী আত্মহত্যা করেছেন।