আরও দুই হিন্দু খুন বাংলাদেশে

দক্ষিণ বাংলাদেশের যশোর জেলায় আইন-শৃঙ্খলার অবনতির মধ্যে আসন্ন নির্বাচনের আগে ব্যাপক ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। এর মধ্যেই অজ্ঞাত হামলাকারীদের গুলিতে ৩৮ বছর বয়সী হিন্দু ব্যবসায়ী রানা প্রতাপ বৈরাগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এই হত্যাকাণ্ডের পেছনে কোনও সাম্প্রদায়িক কারণ ছিল কিনা, তা স্পষ্ট নয়, তবে মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশটিতে সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে ধারাবাহিক সহিংসতার ঘটনার পরেই এই হত্যাকাণ্ডটি ঘটে। ৩৮ বছর বয়সী বৈরাগী খুলনা বিভাগের যশোর জেলার কেশবপুর উপজেলার আরুয়া গ্রামের বাসিন্দা ছিলেন। সোমবার বাংলাদেশে ৪০ বছর বয়সী এক হিন্দু মুদি দোকানদারকেও হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, সোমবার রাত ১০টার দিকে নরসিংদী জেলায় শরৎ মণি চক্রবর্তীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। তিনি সেই সময় তাঁর মুদির দোকানে ছিলেন, তখন অজ্ঞাত পরিচয় হামলাকারীরা হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আক্রমণ করে। স্থানীয়রা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও পথেই মৃত্যু হয়। তিনি স্ত্রী অন্তরা মুখোপাধ্যায় এবং ১২ বছর বয়সী ছেলে অভিক চক্রবর্তীকে রেখে গেলেন। তিনি কয়েক বছর আগে বাংলাদেশে ফিরে আসার আগে দক্ষিণ কোরিয়ায় চাকরি করতেন। গত এক মাসে বাংলাদেশে অন্তত ছয়জন হিন্দু পুরুষ নিহত হয়েছেন।