ইউকে-তে বর্ণবিদ্বেষী হামলায় ধর্ষণ শিখ মহিলার

যুক্তরাজ্যের ওল্ডবেরি শহরে বর্ণবিদ্বেষের জেরে দুই পুরুষের হাতে এক শিখ মহিলার ধর্ষণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আক্রমণকারীরা ওই মহিলাকে “নিজের দেশে ফিরে যেতে” বলেছে বলেও জানা গিয়েছে, যার ভারতীয় বংশোদ্ভূত প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ওল্ডবেরি শহরের টেম রোডের কাছে এই ঘটনা ঘটে। পুলিশ এটিকে ‘বর্ণগতভাবে তীব্র’ আক্রমণ হিসেবে বিবেচনা করছে এবং আক্রমণকারীদের খুঁজে বের করার জন্য সাহায্যের অনুরোধ করেছে। পুলিশ জানিয়েছে, মহিলা তাদের জানিয়েছেন যে আক্রমণকারীরা বর্ণবৈষম্যমূলক মন্তব্য করেছে, সিসিটিভি এবং ফরেন্সিক তদন্ত চলছে। বার্মিংহামলাইভ সন্দেহভাজনদের “শ্বেতাঙ্গ পুরুষ” হিসেবে শনাক্ত করেছে, একজন ন্যাড়া মাথা এবং গাঢ় রঙের সোয়েটশার্ট পরা ছিল, অন্যজন ধূসর রঙের টপ পরা ছিল বলে জানা গিয়েছে। এই ঘটনা স্থানীয় শিখ সম্প্রদায়কে ক্ষুব্ধ করে তুলেছে এবং এটিকে লক্ষ্যবস্তু হামলা হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় একজন সিনিয়র পুলিশ কর্তা বলেছেন যে ক্ষোভ “সম্পূর্ণরূপে বোধগম্য” এবং তারা আশ্বাস দিয়েছেন যে তারা এলাকায় টহল বৃদ্ধি করবে।