বৃহস্পতিবার ইতালিতে এক ভারতীয় পরিবারের ইউরোপ ভ্রমণ মর্মান্তিকভাবে শেষ হল, যেখানে এক ব্যবসায়ী এবং তাঁর স্ত্রী ইতালিতে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারান। নিহতদের নাম নাগপুরের হোটেল ব্যবসায়ী জাভেদ আখতার এবং তাঁর স্ত্রী নাদিরা গুলশান। ইতালিতে ভারতীয় দূতাবাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে তাঁরা তাদের পরিবারের সঙ্গে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। ৫৫ বছরের আখতার, মহারাষ্ট্রের নাগপুরের একজন বিখ্যাত হোটেল ব্যবসায়ী এবং উদ্যোগপতি। তিনি এবং তাঁর স্ত্রী ৪৭ বছরের গুলশান, তাদের তিন সন্তান – মেয়ে আরজু আখতার (২১), শিফা আখতার এবং ছেলে জাজেল আখতারকে নিয়ে ইউরোপ ভ্রমণে বেরিয়েছিলেন। যখন পরিবারটি গ্রোসেটোর কাছে অরেলিয়া হাইওয়েতে দুর্ঘটনার শিকার হয়। পরিবারের মালিকানাধীন নাগপুরের সীতাবুলদি ফ্লাইওভারের কাছে গুলশান প্লাজা হোটেল রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে তারা ২২ সেপ্টেম্বর ফ্রান্স দিয়ে ছুটি কাটাতে শুরু করেছিলেন এবং তার পর ইতালিতে পৌঁছান। নয় আসনের একটি মিনিবাসে করে দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্দেশ্যে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। তাঁদের তিন ছেলে-মেয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সকলেরই অবস্থা আশঙ্কাজনক।