সোমবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একাধিক স্থানে তল্লাশি চালানোর সময় তৃণমূল কংগ্রেসের (টিএমসি) বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তার বাসভবন থেকে পালানোর চেষ্টা করার সময় ধরা পনে যায়। ইডির মতে, পশ্চিমবঙ্গে স্কুল নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে সংস্থার চলতি তদন্তের অংশ হিসেবে এই তল্লাশি চালানো হচ্ছে। ইডি দলগুলি বর্তমানে তৃণমূল নেতা জীবন কৃষ্ণ সাহার বুরওয়ান বাসভবন, পাশাপাশি রঘুনাথগঞ্জে তার শ্বশুরবাড়ির সম্পত্তি তল্লাশি করছে। অভিযানের খবর পেয়ে, বিধায়ক তার বাড়ির বাউন্ডারি পাচিল বেয়ে পালানোর চেষ্টা করছিল বলে জানা গিয়েছে, কিন্তু ইডি অফিসার এবং কেন্দ্রীয় বাহিনী তাকে চাষজমি থেকে ধরে ফেলে।