ইন্ডিগোর সমস্যা যেন কাটতেই চাইছে না। তবে রবিবার থেকে সব ঠিক হওয়ার আশ্বাস পাওয়া যাচ্ছে আর তখনই তাদের একটি বিমানে অপ্রত্যাশিত এমন একটি ঘটনা ঘটল যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। বেঙ্গালুরু-ভদোদরা বিমানটিওড়ার ঠিক আগে একটি পায়রা বিমানের মধ্যে ঢুকে পড়ে, যা যাত্রী এবং ক্রুদের মধ্যে রীতিমতো আতঙ্কের সৃষ্টি করে। কারণ পায়রাটি ঢুকে পড়ে নিজেই আতঙ্কিত হয়ে ওড়াউড়ি করতে থাকে। ঘটনার ফুটেজে দেখা গিয়েছে পায়রাটি যাত্রীদের মাথার উপর দিয়ে ক্রমাগত উড়ছে বেরনোর রাস্তা খুঁজছে। ক্রু সদস্য এবং কয়েকজন যাত্রী এটিকে ধরার চেষ্টা করেন, কিন্তু পায়রাটি বিমানের চারপাশে ছটফট করতে থাকে। এটি সেই বিমানেরই একজন যাত্রী ক্যামেরাবন্দি করেন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর, ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।