রাম নবমীর পুজোয় প্রবল ভিড় হয়েছিল ইন্দোরের বেলেশ্বর মহাদেব মন্দিরে। সেখানেই ঘটে গেল এই দুর্ঘটনা। কুঁয়োর উপর সিমেন্টের ছাদ ছিল। তার উপরই দাঁড়িয়েছিল মানুষ। হঠাৎই সেটা ভেঙে পড়ে এত মানুষের ভাড় নিতে না পেরে। সকলে পড়ে যান কুঁয়োর ভিতর। প্রাথমিকভাবে জানা গিয়েছিল ৩০ জন পড়ে গিয়েছিলেন কুঁয়োয়। কিন্তু মৃতের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় এবং অনেকে নিখোঁজ থাকায় স্পষ্ট হয় সংখ্যাটা ছিল অনেক বেশি। প্রাথমিকভাবে আট জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও রাতেই তা বেড়ে দাঁড়ায় ৩৬-এ। ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করে সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চলছে চিকিৎসা। এখনও চলছে উদ্ধারকাজ। মনে করা হচ্ছে আরও অনেকেই আ