ইন্দোরে দূষিত জল সরবরাহের সঙ্গে সম্পর্কিত আরও দু’টি মৃত্যুর খবর সামনে আসার পর মধ্যপ্রদেশে নতুন করে ক্ষোভ ও ভয়ের সৃষ্টি হয়েছে, যার ফলে শহরটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৩-এ দাঁড়িয়েছে। এদিকে প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং জনস্বাস্থ্য ব্যবস্থার ত্রুটি নিয়েও প্রশ্ন উঠছে। সর্বশেষ মৃত্যুর ঘটনা দু’টি ইন্দোরেই ঘটেছে, যেখানে জলবাহিত রোগ শহরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। মৃতদের মধ্যে একজন হলেন ৫৫ বছর বয়সী কমলাবাই, যিনি ৯ জানুয়ারি এমওয়াই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দ্বিতীয় শিকার ৭৪ বছর বয়সী ভগবান ভার্নে ১২ জানুয়ারি মারা যান তাঁর অবস্থার দ্রুত অবনতি ঘটার পর। পরিবারের সদস্যদের মতে, মৃত দুই ব্যক্তিই তীব্র বমি ও ডায়রিয়ার অভিযোগ করেছিলেন, যা জল দূষণজনিত রোগের লক্ষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।