ইরানে নিখোঁজ ৩ ভারতীয়ের খোঁজ পাওয়া গেল

গত মাসে ইরানে নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে, মঙ্গলবার তেহরানের সংবাদ মাধ্যমকে কোট করে ভারতে ইরানের দূতাবাস জানিয়েছে। গত সপ্তাহে, বিদেশ মন্ত্রক (MEA) বলেছিল যে তারা নিখোঁজ ভারতীয়দের বিষয়ে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। “তিন নিখোঁজ ভারতীয় নাগরিককে তেহরান পুলিশ মুক্ত করেছে,” ইরানি দূতাবাস এক্স-এ একটি পোস্টে বলেছে। “ইরানের স্থানীয় মিডিয়া বলছে পুলিশ ইরানে নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাগরিককে খুঁজে পেয়েছে এবং ছেড়ে দিয়েছে,” এই পোস্টে বলা হয়েছে।