ইরানে বেড়াতে গিয়ে নিখোঁজ তিন ভারতীয়

তেহরানের ভারতীয় দূতাবাস নিশ্চিত করেছে যে, পঞ্জাবের সাংরুর, হোশিয়ারপুর এবং এসবিএস নগর থেকে ইরান ভ্রমণকারী তিন ভারতীয় নিখোঁজ হয়ে গিয়েছেন। তাদের “জরুরিভাবে” খুঁজে বের করার চেষ্টা চলছে। নিখোঁজ তিন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে: হুশনপ্রীত সিং (সাংরুর), জসপাল সিং (এসবিএস নগর) এবং অমৃতপাল সিং (হোশিয়ারপুর)। তারা সবাই ১ মে তেহরানে অবতরণের পরপরই নিখোঁজ হন। “৩ জন ভারতীয় নাগরিকের পরিবারের সদস্যরা ভারতীয় দূতাবাসকে জানিয়েছে যে তাদের আত্মীয়রা ইরান ভ্রমণে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন। দূতাবাসের তরফে ইরানি কর্তৃপক্ষের কাছে বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছে এবং অনুরোধ করেছে যে নিখোঁজ ভারতীয়দের দ্রুত খুঁজে বের করা উচিত এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত,” ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে।