উত্তরপাড়ার ভদ্রকালী এলাকার এই ঘটনায় রীতিমতো শিউড়ে উঠেছে এলাকার লোকজন। বুধবার সকালে এই এলাকার একটি বাড়ি থেকে তিন জনকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। হাসপাতেল নিয়ে গেলে স্ত্রী ও শিশু কন্যাকে মৃত বলে ঘোষণা করা হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন বাড়ির কর্তা কাশীনাথ চট্টোপাধ্যায়। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে পারিবারিক অশান্তির কারণে স্ত্রী ও কন্যাকে খুন করে আত্মহত্যার চেষ্টা করেন কাশীনাথ। তিন জনেরই গলায় ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। শরীরে বিভিন্ন জায়গায়ও আঘাতের চিহ্ন রয়েছে তাঁদের। আর এই সব কারণেই অন্য কিছুর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে চন্দননগর কমিশনারেটের অফিসাররা।