উত্তরপ্রদেশেও বিএলও-র আত্মহত্যা

উত্তর প্রদেশের মোরাদাবাদে ৪৬ বছর বয়সী এক বুথ-লেভেল অফিসার (বিএলও) তাঁর বাড়িতে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করা হয়েছে। তিনি ভোটার তালিকার চলতি বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সম্পর্কিত কাজের চাপের কারণে আত্মহত্যা করেছেন। গত কয়েক সপ্তাহ ধরে, একাধিক বিএলও আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করা হয়েছে, তারা অতিরিক্ত কাজের চাপ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে চাপকে দায়ী করেছেন। পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, কেরালা, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং তামিলনাড়ু-সহ ১২টি রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ চলার মধ্যেই এই ঘটনা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করেছে। সর্বেশ সিং নামে চিহ্নিত নিহত ব্যক্তি একটি স্কুলে নিযুক্ত একজন সহকারী শিক্ষক ছিলেন এবং ৭ অক্টোবর তাঁকে বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছিল। এটি ছিল তাঁর প্রথম নির্বাচন-সম্পর্কিত দায়িত্ব। নির্বাচন-সম্পর্কিত ফর্ম পূরণ এবং নির্ধারিত ডাটাবেসে বিশদ আপলোড করতে জনসাধারণের সঙ্গে যোগাযোগের প্রাথমিক বিন্দু হল একজন বিএলও।