উত্তরাখণ্ডে গাড়ির উপর ভেঙে পড়ল পাথর

গত একমাসে বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তরাখাণ্ড। মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গিয়েছে একাধিক গ্রাম। মৃত্যু হয়েছে প্রচুর মানুষের। প্রাকৃতিক এই দুর্যোগ এখনও চলছে এই পাহাড়ি রাজ্য জুড়ে। তার মধ্যেই সোমবার একটি ট্যুরিস্ট বোঝাই গাড়ির উপর পাহাড় থেকে নেমে আসা একটি বিশালাকার পাথর এসে পড়ে। যাতে গাড়ির মধ্যে থাকা দু’জনের মৃত্যু হয়েছে। ছয় জন আহত হয়েছেন। দু’জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার ভোরে সোনপ্রয়াগ ও গৌরীকুণ্ডের মাঝে ঘটে এই দুর্ঘটনা। গাড়িটি কেদারনাথের উদ্দেশে যাচ্ছিল।