উত্তর সিকিমে প্রবল বর্ষায় ভেসে গিয়েছে রাস্তা। বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা। দু’দিন আগেই সেই তিস্তায় পর্যটক বোঝাই গাড়ি পড়ে যাওয়ায় এখনও নিখোঁজ আটজন। রবিবার সমস্যা আরও বেড়েছে। উত্তরবঙ্গ ও সিকিমে প্রবল বৃষ্টি চলছে। যার ফলে পাহাড়ি নদীগুলো ফুলে ফেপে উঠেছে। বন্ধ রাখা হয়েছে বেইলি ব্রিজ। যার ফলে পুরোপুরি বিচ্ছিন্ন উত্তর সিকিম। অনেকদিন হয়ে যাওয়ায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। অনেক জায়গায় নেই বিদ্যুৎ। উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় আটকে রয়েছে প্রায় দেড় হাজার পর্যটক। তবে প্রশাসন তাঁদের হোটেলে থাকারই পরামর্শ দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সবাইকে গ্যাংটকে নামিয়ে আনার আশ্বাস দেওয়া হয়েছে। মঙ্গন পুলিশের তরফে জানানো হয়েছে, লাচেনে ১১৫ জন ও লাচুংয়ে ১৩৫০ জন পর্যটক আটকে রয়েছে।