উপকূলে নিম্নচাপ, রবিবার পর্যন্ত বৃষ্টি

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। যার ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই উত্তরবঙ্গে ঢুকে পড়বে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী বঙ্গোপসাগরে এই নিম্নচাপের ফলে বৃহস্পতি ও শুক্রবার দুই বঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। যার প্রভাব থাকবে রবিবার পর্যন্ত। অতি ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে জেলা জুড়ে। যার ফলে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে।  ৩০ মে পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন জেলায় কখনও কম, কখনও বেশি বৃষ্টি চলছে। বিকেলের দিকে তাঁর প্রকোপ বাড়বে, সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া।