এইচওডি-র বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ, গায়ে আগুন ছাত্রীর

ওড়িশার বালাসোর জেলার এক কলেজ ছাত্রী তাঁর বিভাগীয় প্রধানের বারবার যৌন হেনস্তার শিকারের পর কলেজের মধ্যেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ৯০ শতাংশেরও বেশি দগ্ধ অবস্থায় জীবনের লড়াই করা ওই ছাত্রী তাঁর বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এবং তা না মানলে তাঁর ভবিষ্যৎ নষ্ট করার হুমকি দেওয়ার অভিযোগ এনেছিলেন। যা তাঁকে কলেজ ক্যাম্পাসের মধ্যেই নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর মতো ভয়ঙ্কর পদক্ষেপ নিতে বাধ্য করে। তাঁকে বাঁচাতে চেষ্টা করা এক সহপাঠীও ৭০% পুড়ে গিয়েছে। দু’জনকেই ভুবনেশ্বর এইমসে ভর্তি করা হয়েছে। বসেছে মেডিক্যাল বোর্ড। শনিবার বিকেলে ফকির মোহন (স্বায়ত্তশাসিত) কলেজে এই ভয়াবহ ঘটনাটি ঘটে। দ্বিতীয় বর্ষের ইন্টিগ্রেটেড বি.এড.-এর ছাত্রী ওই তরুণী সহকারী অধ্যাপক সামিরা কুমার সাহুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অধ্যক্ষ দিলীপ কুমার ঘোষের সঙ্গে দেখা করেন, যার বিরুদ্ধে তিনি যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। সহকারী অধ্যাপক সামিরা কুমার সাহু তার বিভাগীয় প্রধানও ছিলেন।