প্যাট কামিন্স আর এক নম্বর টেস্ট বোলার নন। বুধবার অস্ট্রেলিয়ার অধিনায়ককে ছাঁপিয়ে গেলেন ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন। ৪০ বছর বয়সী কামিন্স এবং ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে পেছনে ফেলে সর্বশেষ আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বর বোলারের জায়গা দখল করে নিলেন তিনি। মাউন্ট মাউঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত প্রথম টেস্টে সাত উইকেট তুলে নিয়েছিলেন তিনি। যার জেড়েই টেস্ট বোলার হিসেবে কামিন্সের চার বছরের রাজত্বের অবসান ঘটালেন অ্যান্ডারসন। অ্যান্ডারসন, যিনি এই বছরের শেষে ৪১ বছরে পা দেবেন। তিন তাঁরর কেরিয়ারে ষষ্ঠবারের মতো এই জায়গায় পৌঁছলেন।