এভারেস্ট জয় করে ফেরার সময় মৃত্যু

বৃহস্পতিবার রাতেই খবর এসেছিল সাফল্যের সঙ্গে এভারেস্ট জয় করেছেন দুই বাঙালি পর্বতারোহী। স্বাভাবিকভাবেই তাঁদের প্রিয়জনদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছিল কিন্তু সকাল হতেই তার বদলে গেল দুঃখে। এখনও পর্যন্ত যা খবর তাতে একজনের মৃত্যু হলেও আর একজন ঠিক আছেন। পর্বতারোহী সুব্রত ঘোষ রানাঘাটের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মাস খানেক আগে রানাঘাটেরই আর এক পর্বতারোহী রুম্পা দাসের সঙ্গে এভারেস্ট জয়ের লক্ষ্যে বেরিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার রাতেই রানাঘাটের দুই পর্বতারোহীর বিশ্বের সবোর্চ্চ শৃঙ্গ এভারেস্ট জয়ের খবর আসে। কিন্তু ভোরেই আবার খবর আসে এভারেস্ট জয় করে ফেরার পথেই মৃত্যু হয়েছে সুব্রত ঘোষের। জানা গিয়ে, রুম্পা অসুস্থ হয়ে পড়লেও তিনি ফিরছেন।