এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক

শুক্রবার থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান বোমাতঙ্কের হুমকির পর থাই দ্বীপে জরুরি অবতরণ করে। ফ্লাইট AI 379-এ থাকা সকল ১৫৬ জন যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয় এবং একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা তল্লাশি করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দর কন্টিনজেন্সি প্ল্যান (ACP) সক্রিয় করে। তবে প্রাথমিক তদন্তে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। থাই কর্মকর্তারা জানিয়েছেন যে তারা হুমকির কথা জানানো যাত্রীকে জিজ্ঞাসাবাদ করছেন। ব্যাঙ্ককে ভারতীয় দূতাবাস জানিয়েছে যে তারা এই ঘটনার বিষয়ে থাই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। বিমানটি ওড়ার কিছুক্ষণ পরেই এই বার্তা আসে। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার একদিন পর এই আতঙ্কের সৃষ্টি হয়, যাতে ২৬৫ জন যাত্রী নিহত হয়েছেন।