এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক

শুক্রবার বার্মিংহাম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে মাঝ আকাশেই রাস্তা বদল করতে বাধ্য করা হয়। বোমা হামলার হুমকি পাওয়ার পর রিয়াদে ঘুরিয়ে দেওয়া হয় বিমানটিকে। AI114 ফ্লাইটের সকল যাত্রী নিরাপদে রয়েছেন বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। রিয়াদ বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে, যেখানে নিরাপত্তা সংস্থাগুলি বিমানটিতে সম্পূর্ণ তল্লাশি চালায়। পরিদর্শনকালে কোনও বিস্ফোরক পদার্থ পাওয়া যায়নি। “বিমানটি নিরাপদে অবতরণ করেছে, সমস্ত যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে এবং নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন হয়েছে,” এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন। এই পরিস্থিতিতে যাত্রীদের হোটেলে থাকার ব্যবস্থা করা হচ্ছে।