ওএনজিসির তেলকূপে বিস্ফোরণ

অন্ধ্রপ্রদেশের কোনা সীমা জেলার একটি গ্রামে ওএনজিসি-র একটি চালু তেলকূপ থেকে বড় ধরনের গ্যাস লিকের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তেলকূপটি কোনা সীমার রাজোল এলাকার ইরুসুমান্দা গ্রামে অবস্থিত। কূপটিতে সাময়িকভাবে উৎপাদন বন্ধ থাকার পর একটি ওয়ার্কওভার রিগ ব্যবহার করে মেরামতের কাজ চলার সময় এই ঘটনাটি ঘটে। মেরামতের সময় একটি শক্তিশালী বিস্ফোরণে অপরিশোধিত তেল মিশ্রিত বিপুল পরিমাণ গ্যাস তীব্র বেগে আকাশে ছড়িয়ে পড়ে। স্থানীয় কর্মকর্তারা জানান, লিক হওয়া গ্যাসে দ্রুত আগুন ধরে যায়, যা দেখে গ্রামবাসী ও প্রশাসন আতঙ্কিত হয়ে পড়ে। কর্মকর্তারা আরও জানান, গ্যাস ও ধোঁয়ার ঘন মেঘ ইরুসুমান্দা এবং আশেপাশের এলাকা জুড়ে ঘন কুয়াশার মতো ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই সেই গ্রাম খালি করে দেওয়ার কাজ শুরু হয়েছে।