শুক্রবারই বাংলাদেশ থেকে কলকাতায় এসেছেন এই প্রৌঢ় ব্যক্তি। সীমান্তে তাঁর করোনা পরীক্ষাও হয়। এদিন তাঁর রিপোর্টে জানানো হয় তিনি পজিটিভ। তার পরই ওমিক্রন সন্দেহে তাঁকে বেলেঘাটা আইডিতে পাঠানো হয়। তবে তিনি ওমিক্রনে আক্রান্ত কিনা তা জানতে আর একটু সময় লাগবে। শুক্রবারই ব্রিটেন থেকে আসা এক যুবতীর শরীরে কোভিড সংক্রমণ পাওয়া যাওয়ায় আইডিতে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ থেকে আসা ব্যক্তির উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে। তবে তিনি স্থিতিশীল। তিনি বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। ভারতে ইতিমধ্যেই ৩৩ জন ওমিক্রনে আক্রান্ত। কলকাতায় এখনও তেমন কোনও ঘটনা ঘটেনি। তবে এই দু’জনের কোভিড সংক্রমণ ওমিক্রন হতে পারে।