কর্ণাটকের চিত্রদূর্গ জেলায় যাত্রী বোঝাই বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে বাসে আগুন লেগে জীবন্ত পুড়ে মৃত্যু একাধিক যাত্রীর। বাসটি বেঙ্গালুরু থেকে শিভমোগ্গা যাওয়ার পথে ন্যাশনাল হাইওয়ে ৪৮-এ এই দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার ভোর ২.৩০ নাগাদ বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, লড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা বাসটিকে ধাক্কা দেয়। মনে করা হচ্ছে, তাতেই ফেটে যায় বাসের পেট্রোলের ট্যাঙ্ক। যে কারণে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। বাসে ড্রাইভার, কনডাক্টার-সহ ৩২ জন যাত্রী ছিলেন। এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারের জন্য ২ লাখ ও আহতদেরর ৫০,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন।