কর্নাটকে ভোটের দিন ঘোষণা

আগামী ১০ মে কর্নাটকে ভোট। বুধবার এমনটাই ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। ভোটের ফল ১৩ মে। ২২৪টি আসনে ভোট হবে একই দিনে। ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধী কংগ্রেস এবং জনতা দল-সেকুলার (জেডি-এস) এর মধ্যে যখন একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক লড়াই চলছে তখনই হল ভোটের লড়াইয়ের ঘোষণা। মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাইয়ের নেতৃত্বে বিজেপি দুর্নীতি ও সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগ এড়িয়ে রাজ্যে ক্ষমতা ধরে রাখার আশা করছে। এই নির্বাচন জাতীয় ও রাজ্য পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দলের নীতির জনপ্রিয়তাও পরীক্ষা করতে সাহায্য করবে।