আগামী ১০ মে কর্নাটকে ভোট। বুধবার এমনটাই ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। ভোটের ফল ১৩ মে। ২২৪টি আসনে ভোট হবে একই দিনে। ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধী কংগ্রেস এবং জনতা দল-সেকুলার (জেডি-এস) এর মধ্যে যখন একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক লড়াই চলছে তখনই হল ভোটের লড়াইয়ের ঘোষণা। মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাইয়ের নেতৃত্বে বিজেপি দুর্নীতি ও সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগ এড়িয়ে রাজ্যে ক্ষমতা ধরে রাখার আশা করছে। এই নির্বাচন জাতীয় ও রাজ্য পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দলের নীতির জনপ্রিয়তাও পরীক্ষা করতে সাহায্য করবে।