কলকাতা থেকে আইপিএল ম্যাচ সরানো নিয়ে কী বললেন ক্রীড়ামন্ত্রী

‘‘আমি আগেই প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছিলাম যে ইডেন থেকে প্লে অফ এবং ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়ার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এদিন এই বিষয়টি আরও স্পষ্ট হয়ে গেল। বিসিসিআই ও আইপিএলের গভর্নিং বডি যে স্যাটেলাইটের মাধ্যমে আবহাওয়াবিদ হয়ে বলেছিল এই সময় কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে ইডেন থেকে প্লে অফ ও ফাইনাল ম্যাচ সরিয়ে নেওয়া হল গুজরাটে, সেই স্যাটেলাইট যে আবহাওয়া সংক্রান্ত বিষয় নয় রাজনৈতিক সংক্রান্ত বিষয়ে প্রভাবিত হয়ে এই রিপোর্ট দিয়েছিল তা এদিন পরিষ্কার বোঝা গেল। সম্পূর্ণ রাজনৈতিক কারণে কলকাতার ক্রিকেটপ্রেমীরা যে বঞ্চিত হলেন তা আজ স্পষ্ট হয়ে গেল। যে স্যাটেলাইটের মাধ্যমে আজ কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল বলে রিপোর্ট দেওয়া হয়েছিল, সেই স্যাটেলাইট ধরতেই পারল না যে আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও বৃষ্টি হতে পারে। কারণটা কোনওভাবেই আবহাওয়া সংক্রান্ত নয়,পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বাংলাকে বঞ্চনা করার লক্ষ্য নিয়ে করা, তা আরও একবার সকলে বুঝতে পারল’’, বলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

প্রসঙ্গত আইপিএল ২০২৫-এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে আহমেদাবাদে বৃষ্টির কারণে দু’ঘণ্টারও বেশি সময় পড়ে শুরু হয়।