কলকাতা থেকে মুম্বইগামী বিমানে বোমাতঙ্ক

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্কের ঘটনা ঘটে মঙ্গলবার। মুম্বইগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে এক যাত্রীর কাছে বোম রয়েছে, এমনই জানান সে যাত্রী। তার পরই বিমানটি খালি করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে শুরু হয় খোঁজ, আসে বম্ব স্কোয়াড।। এবং আটক করা হয় সেই ব্যক্তিকে। জানা গিয়েছে সেই যাত্রী ইম্ফল থেকে কলকাতায় বিমান বদলে মুম্বই যাচ্ছিলেন। আরও একটি সূত্র বলছে, বোম থাকার খবর ফোনে বিমানবন্দরের কাছে এসেছিল।