পুজোর ছুটির রেশ তো চলছেই। তা চলবে ভাইফোঁটা পর্যন্ত। যদিও অফিস খুলে গিয়েছে। কিন্তু উৎসবের আবহে এখনও সপ্তাহান্তকে বেছে নিচ্ছে শহুরে মানুষ। আর হাতের কাছে সব থেকে দ্রুত পৌঁছে যাওয়ার জায়গা তো রয়েছেই, যেখানে যেতে আগাম দীর্ঘ পরিকল্পনার প্রয়োজন হয় না। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেই হল। কিন্তু এই সপ্তাহান্তে তেমনটা হচ্ছে না। যার ফলে অনেকেই পরিকল্পনা বাতিল করেছেন। কলকাতা থেকে সরাসরি দীঘা যাওয়ার রাস্তা আপাতত বন্ধ। এই পথের উপর একটি সেতু শনিবার সকালে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। যার ফলে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে, অল্প আহতও হয়েছে বেশ কয়েকজন। সেই সময় স্বাভাবিকভাবে অনেক ভ্রমণার্থীদের গাড়িও সেখানে ছিল। তবে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। দীঘাগামী গাড়িগুলিকে ঘুর পথে পাঠানো হচ্ছে দীঘা, ফেরার পথেও একই ব্যবস্থা করা হচ্ছে।