কলকাতা মেট্রো রেলের বড় পদক্ষেপ

প্রায় সব সময়ই দেখা যায় ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে যাত্রীরা প্ল্যাটফর্মের ধারে গিয়ে ঝুঁকে দেখার চেষ্টা করেন ট্রেন আসছে কি না। যেন তিনি ওভাবে ঝুঁকে দেখলে ট্রেন দ্রুত চলে আসবে। তবে সেটা যে ঝুঁকিপূর্ণ তা কে বোঝাবে। এটা নতুন নয় যে মেট্রো রেল স্টেশনে হলুদ লাইন দিয়ে ইঙ্গিত করাই থাকে প্ল্যাটফর্মে ট্রেন না আসা পর্যন্ত সে লাইন যেন টপকানো না হয়। কিন্তু কে শোনে কার কথা। প্রায়শই দেখা যায় সবাই মিলে এই নিয়ম ভাঙছে নির্দিধায়। এবার তাই যাত্রী দূর নিরাপত্তার কথা ভেবে বড় পদক্ষেপ নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এখন ট্রেন না থাকার সময় ওই লাইন ক্রস করলেই দিতে হবে ২৫০ টাকা ফাইন। এবার যদি সম্বিত ফেরে মানুষের।